গ্রাম আদালত গঠনের পর থেকে এ পর্যন্ত দায়েরকৃত মামলার হালনগাদ তথ্যঃ
জেলার নাম: হবিগঞ্জ, উপজেলা: মাধবপুর, ইউনিয়ন: ৭ নং জগদীশপুর, এ্যাকটিভেটিং ভিলেজ কোর্ট প্রকল্পভুক্ত ইউপি’র সংখ্যা: ০ (শূণ্য)
ক্র ক | আগত মামলার সংখ্যা | বর্তমান বছরে দায়েরকৃত মামলার সংখ্যা | নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা | ক্ষতিপূরণ/জরিমানার পরিমাণ | আদায়কৃত জরিমানা/ক্ষতিপূরণের পরিমাণ | অনাদায়ী ক্ষতিপূরণ/জরিমানার পরিমাণ | আদায় না হওয়ার কারণ | আদায়ের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে | সহকারী জজ/ জুডিসিয়াল আদালতে স্থানান্তরিত মামালার সংখ্যা | মন্তব্যা | |||||
|
| প্রকল্প এলাকা (ক) | প্রকল্প এলাকার বাইরে (খ) | প্রকল্প এলাকা (ক) | প্রকল্প এলাকার বাইরে (খ) | ক্ষতিপূরণ (ক) | জরিমানা (খ) | ক্ষতিপূরণ (ক) |
| জরিমানা (খ) | ক্ষতিপূরণ (ক) | জরিমানা (খ) |
|
|
|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১০ | |||||
| ২১ | - | ২ টি | - | ১৫ টি | - | - | - | - | - | - | - | - | - | - |
স্থানীয় সরকার বিভাগ
স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ইউপি - শাখা
গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জরীপ ২০১২
(০১ জুলাই ২০১১-৩১ জুন ২০১২ পর্যন্ত সময়কালের তথ্য)
১. সাধারণ তথ্য:
ইউনিয়ন পরিষদের নাম : ৪ নং আদাঐর ইউনিয়ন পরিষদ, উপজেলা : মাধবপুর, জেলা : হবিগঞ্জ।
২. আপনার এলাকার ছোট-খাট মামলা সাধারণত কিভাবে সমাধান হয় (সঠিক উত্তরে টিক চিহ্ন দিন)? গ্রাম আদালতে টিক দেবার পূর্বে
অপর পাতায় বর্ণিত গাইডলাইন অনুযায়ী নিশ্চিত হয়ে নিন।
(ক) স্থানীয় সালিশ (খ) সালিশী পরিষদ (গ) পারিবারিক আদালত (ঘ) গ্রাম আদালত (ঙ) অন্যান্য (উল্লেখ করুন)
৩. শুধুমাত্র গ্রাম আদালতে মামলার ক্ষেত্রে নিচের তথ্যগুলো লিপিবদ্ধ করুন। গ্রাম আদালতের বাইরের মামলা নিচের টেবিলে উল্লেখ করবেন না: (নিচের টেবিল পূরণের পূর্বে গাইডলাইনে উল্লেখিত ব্যাখ্যা ভালভাবে পড়ুন)
মামলার ধরণ | প্রাপ্ত মামলার সংখ্যা | নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা | গ্রাম আদালত থেকে উচ্চ আদালতে প্রেরণ | বাতিলকৃত মামলার সংখ্যা | রায় বাসত্মবায়নকৃত মামলার সংখ্যা | আদায়কৃত অর্থের পরিমাণ | ||||
জুলাই মাসের শুরুতে মামলার জের | গ্রাম আদালতে প্রাপ্ত আবেদন | উচ্চ আদালত থেকে প্রাপ্ত | ||||||||
গ্রাম আদালতের মাধ্যমে | আপোষ মীমাংসার মাধ্যমে | |||||||||
ফৌজদারী | ২ | ৭ | ৩ | - | ৭ | ১ | - | ৭ | - |
|
দেওয়ানী | - | ৯ | - | - | ৯ | - | ২ | ৯ | - |
|
মোট | ২ | ১৬ | ৩ | - | ১৬ | ১ | ২ | ১৬ | - |
|
৪. উচ্চ আদালত থেকে আপনার কাছে কতগুলো মামলার তদন্তের জন্য পাঠানো হয়েছে? ০৩ টি
৫. উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার বরাবর গ্রাম আদালতের ষান্মাসিক রিটার্ন পাঠিয়েছেন কি-না? হ্যাঁ না
৬. গ্রাম আদালত পরিচালনা করতে আপনি কি ধরণের সমস্যার সম্মূখীন হন?
Ø অবকাঠামোগত সমস্যা (যেমন: এজলাস, আদালত কক্ষ, আসবাবপত্র, ইত্যাদি): এজলাস, আদালত কক্ষ, আসবাবপত্র।
Ø গ্রাম আদালত ফরম ও রেজিস্টার: বিভিন্ন ফরম ও রেজিস্টার।
Ø প্রশিক্ষণ: প্রশিক্ষণ।
Ø অন্যান্য (উল্লেখ করুন): গ্রাম আদালতের জন্য আলাদা কর্মচারী না থাকায় গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনা করতে সমস্যা।
৭. আপনি গ্রাম আদালত সংক্রান্ত কোন প্রশিক্ষণ পেয়েছেন কি? হ্যাঁ না
উত্তর হ্যাঁ হলে, প্রশিক্ষণের সময় ........................ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের নাম ও স্থান .................................................
৮. গ্রাম আদালত পরিচালনা করতে আপনার কি প্রয়োজন? গ্রাম আদালত পরিচালনা করতে গ্রাম আদালতের জন্য এজলাস, আদালত কক্ষ, আসবাবপত্র, গ্রাম আদালতের জন্য নির্ধারিত বিভিন্ন ফরম ও রেজিস্টার এবং গ্রাম আদালত পরিচালনার জন্য একজন আদালত সহকারী প্রয়োজন।
৯. আপনার এলাকার বিচার বহির্ভূত ঘটনা (যেমন:দোররা মারা,জুতার মালা গলায় দেয়া,চুল কাটা,ইত্যাদি)ঘটেছে কি-না?হ্যাঁ না
বিচার বহির্ভূত ঘটনা ঘটে থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ দিন : ........................................................................................
.....................................................................................................................................................................
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস