প্রদীপ রায়, পিতা, রবীন্দ্র লাল রায়, গ্রাম: জগদীশপুর ৭নং জগদীশপুর ইউ/পির ত্রকজন স্হায়ী বাসিন্দা । তিনি আমাদের ইউ/পির ত্রকজন গর্বিত সন্তান ।
তিনি সিলেট ত্রম,সি কলেজ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি বি,সি, ত্রস, কম্পপ্লিট করে বর্তমানে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ত্রর অধ্যাপক
হিসাবে নিয়জিত আছেন । তিনি আমাদের ইউ/পির ত্রকজন সুশীল ত্ত সমাজসেভী লোক হিসেবে পরিছিত ।
০২. মোহাম্মদ অলিদ মিয়া তিনি ৭নং জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মরহুম আনছর আলীর পুত্র।শিক্ষা জীবনে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ হইতে স্মাতক এবং ঢাকাস্থ সরকারী তিতুমীর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স(এম.এস.এস) এবং সেন্ট্রাল” ল কলেজ থেকে ব্যচলর অবল (এল.এল.বি) ডিগ্রি লাভ করে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে হবিগঞ্জ কোর্টে প্র্যাকটিস করার সাথে সাথে জাতীয় “দৈনিক আমাদের সময়” পত্রিকায় মাধবপুর প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক “হবিগঞ্জসমাচার” প্রত্রিকার ষ্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।উন্নয়নের অগ্রযাত্রা, রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি বিরোধী অপরাধ বিষয়ক সাহসি সাংবাদিতায় অবদান রাখায় মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করে তার হাতে নেতৃত্ব তুলে দেওয়ায় জগদীশপুর ইউনিয়নের পরিচিতি বৃদ্ধি করে সুনাম অর্জন করেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS